রেলের কালো বিড়াল এবার স্কুলে হানা, তিন কোটি টাকার কালো ঘুষের বস্তা

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ৩১ মার্চ, ২০১৩, ০৯:২০:২০ সকাল

বাংলাদেশের খামাকা মন্ত্রী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুরন্জি সেনগুপ্ত।বেচারা কালো বিড়াল খ্যাত মন্ত্রী মহোদয়কে টাকার কেলেংকারী যেন পিছু যারছেনা। খামাক‍া মন্ত্রী সাহেবও টাকার বস্তার লোভ সামলাতে পারছেননা। টাকা যেন খামাকা মন্ত্রীর পিছু পিছু লেগে আছে। এবার তিনি তারই বাড়ীর পাশের এতিমদের স্কুল বাংলাদেশ ফিমেল একাডেমী,দিরাই তিন কোটি টাকা ঘুষ দাবি করেছেন। যাই হোক দপ্তর ছাড়া মন্ত্রী হয়ে কোন সুবিদা করতে না পেরে এখন তিনি কি করবেন। আমাদের প্রধান মন্ত্রী মহাশয়াও এই কোটি টাকার কালো বস্তা সম্বন্ধে ভালো অবগত আছেন। আমাদের এই বাবু এক বছর ধরে টাকার খরায় ভুগছেন। বহু সুত্র থেকে প্রাপ্ত অনেক এমপি-মন্ত্রী মহোদয় তাকে যথা সম্ভব এড়িড়ে চলেন। না জানি আবার কখন কালো বিড়ালের আছড় খেতে হয়। সত্তর লক্ষ টাকার রেলের কালো টাকাসহ ধরা খাওয়ার পর সুরন্জিত বাবু সাহেব নীতি খানিক সময় ইস্তিফা দিয়েছিন। কিন্তু ইদানিং মাঝে মাঝে তিনি লাইম লাইটে আসার জন্য আগামী বারে ফুল মন্ত্রী হবার আশায় উপর মহলের নেক নজরে থাকার সকল চেষ্ট‍া-তদবিরে সদা প্রস্তুত আছেন। রেলের কালো বিড়াল খোজা ধান্ধা করে তিনিই কালো বিড়াল বনে গেছেন। যাই হোক বাবু খামাকার সকাল অকল্লান দুর হওযার কামনা করি । কেননা সংখ্যা লঘু সম্প্রদায় এর তিনিই তো একজন মানুষ। বাংলাদেশের খামাকা মন্ত্রী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুরন্জি সেনগুপ্ত।বেচারা কালো বিড়াল খ্যাত মন্ত্রী মহোদয়কে টাকার কেলেংকারী যেন পিছু যারছেনা। খামাক‍া মন্ত্রী সাহেবও টাকার বস্তার লোভ সামলাতে পারছেননা। টাকা যেন খামাকা মন্ত্রীর পিছু পিছু লেগে আছে। এবার তিনি তারই বাড়ীর পাশের এতিমদের স্কুল বাংলাদেশ ফিমেল একাডেমী,দিরাই তিন কোটি টাকা ঘুষ দাবি করেছেন। যাই হোক দপ্তর ছাড়া মন্ত্রী হয়ে কোন সুবিদা করতে না পেরে এখন তিনি কি করবেন। আমাদের প্রধান মন্ত্রী মহাশয়াও এই কোটি টাকার কালো বস্তা সম্বন্ধে ভালো অবগত আছেন। আমাদের এই বাবু এক বছর ধরে টাকার খরায় ভুগছেন। বহু সুত্র থেকে প্রাপ্ত অনেক এমপি-মন্ত্রী মহোদয় তাকে যথা সম্ভব এড়িড়ে চলেন। না জানি আবার কখন কালো বিড়ালের আছড় খেতে হয়। সত্তর লক্ষ টাকার রেলের কালো টাকাসহ ধরা খাওয়ার পর সুরন্জিত বাবু সাহেব নীতি খানিক সময় ইস্তিফা দিয়েছিন। কিন্তু ইদানিং মাঝে মাঝে তিনি লাইম লাইটে আসার জন্য আগামী বারে ফুল মন্ত্রী হবার আশায় উপর মহলের নেক নজরে থাকার সকল চেষ্ট‍া-তদবিরে সদা প্রস্তুত আছেন। রেলের কালো বিড়াল খোজা ধান্ধা করে তিনিই কালো বিড়াল বনে গেছেন। যাই হোক বাবু খামাকার সকাল অকল্লান দুর হওযার কামনা করি । কেননা সংখ্যা লঘু সম্প্রদায় এর তিনিই তো একজন মানুষ।

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File